
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ও লতিফপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে চুরির ঘটনা ঘটেছে। সকাল ৭টার দিকে, সেলিম মিয়ার স্ত্রী, যিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত, তার কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে রাস্তার গেটে পৌঁছানোর পর, একটি অজ্ঞাত চোর চক্র তাকে টার্গেট করে মোটরসাইকেলে এসে দ্রুততার সঙ্গে তার কান থেকে গহনা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি প্রশাসনের নিকট এমন অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।