
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮ নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান তরিকুল ইসলামের সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
কচুয়া পৌরসভার ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের পরিচালনায় এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি অধ্যাপক নওশের আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,পৌর বিএনপির প্রচার সম্পাদক আবু বকর, বিএনপি নেতা ফখরুল ইসলাম, যুবদল নেতা আল আমিন প্রধান, কামরুল ইসলাম কামু,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ মমিন আহমেদ জিসান, ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা বেগম, সহ-সভাপতি ছালমা আক্তার প্রমুখ ।
দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ কয়েক শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।