
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
অভিযানকালে বালিয়াতলী রহমানিয়া বেকারীর মালিক শেখ ফরিদ (৩৫) কে ১৫ হাজার টাকা, নিউ রয়েল বেকারী গুলবাহার মালিক রায়হান (২৫) কে ২০ হাজার টাকা, চৌমুহনী বাজারের ইন্সাফ ফুড প্রোডাক্টের মালিক ইকবাল (৩৭) কে ৪০ হাজার টাকা এবং একই বাজারের সোনিয়া বেকারীর মালিক শাহজালাল মুন্সীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন সময় সেনিটারি ইন্সপেক্টর আহসান উল্যাহ এবং কচুয়া থানার পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।