1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজার–কপলা সড়কে নিম্নমানের গালার কার্পেটিংয়ের কাজ, দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জে প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার


সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে কপলা পর্যন্ত সড়কে বর্তমানে গালার কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। তবে এ কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গালার কাজে প্রয়োজনীয় হিট কম দেওয়া হচ্ছে এবং নিয়মবহির্ভূতভাবে বড় বড় পাথর ব্যবহার করে কাজ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গালার কার্পেটিংয়ের নিচে ব্যবহৃত গালার কাজে মান বজায় রাখা হচ্ছে না। অনেক স্থানে কাজ শেষ হওয়ার পরের দিনই গালার পাথর উঠে যাচ্ছে, যা নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এলাকাবাসীর আশঙ্কা, এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি গালার ফাঁক দিয়ে লিক করলে রাস্তার নিচের অংশ দুর্বল হয়ে পড়বে। এতে কার্পেটিং দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হতে পারে।
স্থানীয় এক বাসিন্দা বলেন,

“নতুন রাস্তার কাজ হচ্ছে, অথচ কাজের মান এত খারাপ যে পরের দিনই পাথর উঠে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে এই রাস্তা টিকবে না।”
সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলা ও পর্যাপ্ত তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত কাজের মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, সড়কের গালার ও কার্পেটিংয়ের কাজ পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করা না হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট