1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ার ঐতিহ্যবাহী উজানী কাজী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা দ্বীনি শিক্ষায় অনন্য দৃষ্টান্ত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী উজানী কাজী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদ্রাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এডভোকেট কাজী মোজাম্মেল হোসেন।

মনোরম ও শান্ত পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি বর্তমানে আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাদ্রাসার সার্বিক কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রতিবছর বেফাক পরীক্ষায় শিক্ষার্থীরা সন্তোষজনক ও ভালো ফলাফল অর্জন করে আসছে।

মাদ্রাসাটির সুনাম ও শিক্ষার মানের কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় সকল আগ্রহী শিক্ষার্থীকে ভর্তি করানো সম্ভব হচ্ছে না। মাদ্রাসার সকল শিক্ষার্থীর জন্য প্রতিবছর পোশাক, শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়ে থাকে।

এছাড়াও প্রতিবছর মাদ্রাসা থেকে গড়ে ১০ থেকে ১৫ জন হাফেজে কুরআন পাগড়ী লাভ করে কুরআন খতম সম্পন্ন করেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন হাফেজ এমদাদ উল্যাহ, যিনি শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বর্তমানে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় সক্রিয় রয়েছেন মোজাম্মেল হোসেনের ভাই ও পুত্র সন্তানরা কাজী মিজানুর রহমান,কাজী শফিকুল ইসলাম, কাজী নাসিম, কাজী জুয়েল, কাজী আব্দুল বাতেন, কাজী জাকির হোসেন, কাজী মাহবুব, কাজী ছালেক উল্যাহ, কাজী সাখাওয়াত হোসেন শামীম, কাজী বাবলু, কাজী টুটুল, কাজী ভুট্টু ,কাজী আশিকুর রহমান, কাজী আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।

এলাকাবাসীর আশা, ভবিষ্যতে সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে উজানী কাজী বাড়ি হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও আসন সংখ্যা বৃদ্ধি পাবে এবং মাদ্রাসাটি আরও বৃহৎ পরিসরে দ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট