1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নেত্রকোনায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মো: নাইমুল হক স্মরণ,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: সাইদুল হক স্বপন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

মো: সাইদুল হক স্বপন মৃত শওকত ওসমানের ছেলে। শওকত ওসমান ছিলেন জাতীয় পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে সাইদুল হক স্বপন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগের বিষয়ে সাইদুল হক স্বপন জানান, ব্যক্তিগত কারণ এবং দলের নীতি ও আদর্শের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন,
“দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ আমি জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু বর্তমান সময়ে দলের নীতি ও আদর্শ আমার বিবেকের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। এছাড়া ব্যক্তিগত কিছু কারণও রয়েছে। তাই আমি স্বেচ্ছায় এই রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকি, চাপ কিংবা প্রভাবের মুখে পড়ে তিনি পদত্যাগ করেননি। সম্পূর্ণ স্বেচ্ছায় এবং নিজ সিদ্ধান্তেই তিনি জাতীয় পার্টির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন। আপাতত তিনি রাজনীতি থেকে দূরে থেকে ব্যক্তিজীবনে মনোযোগ দেওয়ার কথা জানান।

তার এই পদত্যাগের ঘটনায় দুর্গাপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট