1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জ-৩ আসনে এই প্রথম একই মঞ্চে ৩ প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

কামরুল ইসলাম,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের সংসদ সদস্য ৩ প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন।

‎এ সময় তারা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

‎বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের মুক্তমঞ্চে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

‎প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক (ধানের শীষ), ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন (ঘোড়া)। তবে জাতীয় পার্টির ফজলুল হক (লাঙ্গল) সভায় অনুপস্থিত ছিলেন। তার পক্ষ থেকে কোন প্রতিনিধি কে নিয়ম না থাকায় ইশতেহার পাঠ করতে দেয়া হয়নি।

‎একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও ইশতেহার পাঠে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের মতে, এমন শালীন ও ইতিবাচক পরিবেশ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। এমন পরিবেশ আগে দেখা যায়নি।

‎স্থানীয়রা আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী যেই হোন না কেন, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।

‎সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎পর্যায়ক্রমে তিন প্রার্থী একে একে তাদের ইশতেহার পাঠ করেন।


‎মো. কামরুল ইসলাম,ইসলাম
‎রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
‎মোবাইল: ০১৭৩৪২১৬৫১১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট