
ইব্রাহিম হাওলাদার বিশেষ প্রতিনিধি –
গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর জরিমানার খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাহবুবুর রহমান (৫৫)। তিনি শহরের সুপরিচিত খাবার হোটেল ‘সম্পা হোটেল’-এর ম্যানেজার ছিলেন। বুধবার (বিকেল) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল চৌরঙ্গী এলাকার সম্পা হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও অন্যান্য অনিয়মের অভিযোগে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আদেশ শোনার পরপরই হোটেলের ম্যানেজার মাহবুবুর রহমান মানসিকভাবে প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হোটেলের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঘটনার পর চৌরঙ্গী এলাকার ব্যবসায়ীদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিলেন। আকস্মিক অভিযানে বড় অঙ্কের জরিমানার বিষয়টি তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি বলে তাদের ধারণা।
নিহত মাহবুবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার রসুলপাড়ায়। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।