1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, মোঃ আবদুল আজীম।


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সে ওই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ‘ছোট কাউসার’ এর অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার ভোররাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. রাহাত খান।

গ্রেপ্তারকৃত চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সেনাবাহিনী জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল এবং পুলিশের সমন্বয়ে পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অভিযান রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। অভিযান চলাকালে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) উদ্ধার ও ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

এদিকে চিতার গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট