
মোং ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলা পতিনিধি
পিরোজপুর জেলায় ভান্ডারিয়া উপজেলায় লক্ষীপুর গ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ লীগের সরকারের আমলে সংঘটিত এক নির্মল রাজনীতিক হত্যাকাণ্ড আজও এলাকাবাসী মনে ক্ষোভ ও বেদনা জন্ম দিচ্ছে । ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা নাজিমুদ্দিন – মন্টু – মুন্সি কে পরিকল্পিতভাবে নির্যাতনের নির্যাতনের পর নির্মাণভাবে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে জানা গেছে যে, নাছির উদ্দিন মন্টু মুন্সি ছিলেন লক্ষ্মীপুর গ্রামের একটি বিএনপি সমথিত পরিবারের সন্তান। ব্যক্তির জীবনে ছিলেন অত্যন্ত নিরীহ ও সৎ ও ভদ্র স্বাভাবের। রাজনীতির সঙ্গে যুক্ত থাকালেও এলাকায় তার বিরুদ্ধে কোন অপরাধ কর্মকাণ্ডে অভিযোগ ছিল না
শুধুমাত্র বিএনপি সহযোগ্য সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের দলের নেতা হাওয়ার কারনেই তিনি ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসার শিকার হন বলে স্থানীয়দের অভিযোগ। নিহতর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক লীগের দল
মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুকে ঘুমাও খুন করার পরেও তার পরিবারের সদস্যদের নামে রাজনীতিক মিথ্যা মামলা, হামলা ও জমি দখল করে পরিবারটি নিঃস্ব করে ফিলেছে এবং বর্তমানে তার বাবার অসুস্থ অবস্থায় আছে । সে চিকিৎসার অভাবে বাসায় আছে তার শুভ চিকিৎসা প্রয়োজন
পরিবার একমাত্র উপার্জন করার কোন নাই হারিয়ে ফেলেছে তারা আজ অসহায় পরিবার হয়ে গেছে তারা নিরাপত্তাহীন হতে মধ্যে দিন কাটিয়ে যাচ্ছে
এই বিষয় লক্ষীপুরা গ্রামের শতাধিক মানুষ ঐক্যবদ্ধ বলেন নাসির উদ্দিন মন্টু মুন্সী একজন নির্দোষ মানুষ তার কোন দোষ নাই । এটি ছিল একটি রাজনৈতিক সম্পন্ন হত্যাকান্ড। তার অবিলম্বে এই হত্যার সুষ্ঠ তদন্ত,প্রাকৃতিক খুনিদের সঠিক ভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত পরিবারের রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি জানায়
এলাকাবাসীর মতে, ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত এমন বহু রাজনৈতিক হত্যাকান্ড আজ ও বিচারের অপেক্ষায় রয়েছে নাসির উদ্দিন মন্টু ও মুন্সি হত্যার বিচার নিশ্চিত করা হত্যার বিচার নিশ্চিত করা হলে গণতন্ত্রকামী মানুষের অবস্থা প্রতীক হবে বলে মনে করেন সচেতন অপার মহল