
দিনাজপুর প্রতিনিধি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এরিয়া প্রোগ্রাম -এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে রিপোর্টিং এবং রেফারেল (আর এন্ড আর) কমিটি গঠন/ পূণঃগঠন এবং পর্যবেক্ষন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলায় ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুসুরক্ষা নিশ্চিতকরণে এমন পরিবেশ তৈরী করতে হবে যেন মেয়ে শিক্ষাথীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও বৈষম্যহীন মনে করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি বলে অতিসত্ত্বর আমরা রিপোর্টিং এবং রেফারেল (আর এন্ড আর) কমিটি গঠন/ পূণঃগঠনের জন্য পদক্ষেপ গ্রহন করব। উক্ত সভায় মূলবিষয়ে আলোচনা করেন লাভলী লাকি বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি বলেন কাহারোল উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে শিশুসুরক্ষা নিশ্চিত করতে হবে এবং শিশুরা যেন আনন্দপূর্ণ ভাবে শিক্ষাগ্রহণ করতে পারে। এছাড়াও সভায় আরো বক্তব্য প্রদান করেন আলবিনুস সরেন, প্রোগ্রাম অফিসার, পলাশ ক্রশ, প্রোগ্রাম অফিসার, মিন্টু বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ডেভিড ফলিয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার। সকলের বক্তবেই শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশু বিকাশের জন্য বিশেষ করে বাল্যবিবাহ মুক্ত, শিশুশ্রম মুক্ত, ঝরে পড়ারোধ, পলিথিন মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণের জন্য এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।