1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অবৈধ বালু নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় মামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

অবৈধ বালু উত্তোলন ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।মামলার অভিযোগে বাদী জয়নাল আবেদীন বাদশা (২৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি। তিনি দুর্গানগর গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র।মামলায় অভিযুক্ত করা হয়েছে গোলগাঁও গ্রামের ফারুক মিয়া (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে।বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্গানগর শান্তিবাজার এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জোরপূর্বক চাবি কেড়ে নেয়।এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা করা হবে। এরপর তারা মারধরের চেষ্টা করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি তিনি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ভয়ভীতি দেখাতে ও পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখতে হামলার চেষ্টা চালায়।তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাকে প্রাণে হত্যা করতে পারে বলে আশঙ্কা করছি।”
এ ঘটনায় সাক্ষী হিসেবে দুর্গানগর গ্রামের মো. তৈফিক মিয়া ও মো. নুর উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।এ ব্যাপারে হামলা ও হুমকি প্রদানকারী অবৈধভাবে বালু ব্যবসায়ী ফারুকের সাথে মোবাইল ফোনে ( 017217*1920) কয়েকবার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট