
বেলাল হোসেন, দিনাজপুর
সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর ২৬ জানুয়ারি ২০২৬ সকাল ১০.৩০টায় দিনাজপুর প্রেসক্লাব সস্মুখে “আর্ন্তজাতিক ক্লিন এনার্জি দিবস’’ উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। বিশে^র অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্র নির্ধারণ ও বাস্তবায়নের সম্ভাবনা এবং নানাবিদ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ¦ালানির রূপান্তর সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিই এই কর্মসূচির মূল লক্ষ্য।
চাই দুর্নীতিমুক্ত জ¦ালানি খাত, নবাযনযোগ্য জ¦ালানির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জালানিকে না বলি, টেকসই জ¦ালানি, টেকসই ভবিষ্যৎ ও সাশ্রয়ী জ¦ালানি উন্নত আগামী বিভিন্ন শ্লোগানে নিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো টিআইবি ঢাকাসহ, সকল সনাক (৪৫ টি) এলাকায় এই দিবসটি পালিত হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘‘প্রোমোটিং গুড গভর্ন্যান্স এন্ড ইন্টিগ্রিটি ইন দ্য এনার্জি ইন বাংলাদেশ’’ প্রকল্পের আওতায় দিবসটি উদযাপনের মধ্যদিয়ে বাংলাদেশে দুর্নীতি, অদক্ষতা, এবং বৈষম্যমুক্ত ও সুশাসিত জ¦ালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা বেগবান করার লক্ষ্যে দিবসটি উপলক্ষে মানববন্ধন, টিআইবি’র দাবী সংবলিত কনসেপ্টপেপার বিতরণসহ জনসচেতনতামূলক নানা ুকর্মসূচি হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ¦ালানি) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ¦ালানি হিসেবে বৈশি^কভাবে বিবেচিত। ক্লিন এনার্জি বলতে সেই উৎসগুলিকে বোঝায় যা উৎপাদন বা ব্যবহারের সময় স্বল্প বা শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যমে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর নূন্যতম প্রভাব ফেলে। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ¦ালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে উত্তরণে অন্যতম অনুঘটক।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আলোচনায় দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবাশ্ম জালানির ব্যবহার কমিয়ে আনা এবং টেকসই জ¦ালানীর ব্যবহার বৃদ্ধির দাবী জানানো হয়।
সনাক সভাপতি অধ্যাপক জনাব আব্দুল জলিল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত আলোচনায় বক্তব্য রাখেন, জনাব মোঃ হাবিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, এড. সরোজ গোপাল রায়, সিনিয়র আইনজীবি ও সনাক সহ-সভাপতি, জনাব মোঃ আনোয়ারুল হক বাবলু, নির্বাহী পরিচালক, অনুঘটক সংস্থা, দিনাজপুর মেডিকেল কলেজে এসমবিবিএসএ অধ্যয়নরত তরুণ শিক্ষার্থী আরমিন আক্তার দোলা, তরুণ শিক্ষার্থী মৃত্তিকা সেন ও অন্যান্য ব্যাক্তিবৃন্দ দিনাজপুর।
সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় সংগঠনসমুহের প্রতিনিধিবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষ্যে টিআইবি’র পক্ষ হতে বাংলাদেশ সরকারের নিকট উত্থাপিত সুপারিশসমূহ মানববন্ধন কর্মসূচিতে তুলে ধরা হয়।