মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ কালাম হোসেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার। সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন পরিচ্ছন্ন আত্রাই গড়তে তার গৃহিত উদ্যোগের কথা তুলেধরে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইসাথে মাদক ও বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তা নিয়ন্ত্রণে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি যোগদান করার পর থেকে এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা পেয়েছেন মর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধ শুন্যের কোঠায় রাখতে প্রশাসনের কঠোরতার কথা ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনথিয়া হোসেন, উপজেলা সহকারী কমিশন(ভূমি)আত্রাই। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, মোঃ খবিরুল ইসলাম, আফজাল হোসেন, সম্রাট হোসেন, প্রমুখ।