মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর): মধুপুরে নিষিদ্ধ বিনিময় বাস সার্ভিস,আসবে ভালো মানের বাস আশায় মধুপুরবাসী।
জামালপুর টু ঢাকা রোডে ধনবাড়ী হতে যাতায়াত করে বিনিময় বাস। এ রুটের যাত্রীদের অভিযোগ বিনিময় বাস বেপরো গতিতে চলে। এর ফলে ঘটে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় মানুষ। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। আরো জানান অদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত হয় এই বিনিময় বাস সার্ভিস । যেখানে সেখানেই ধার করে যাত্রী ওঠানামা করে। দাঁড়িয়ে নেওয়া হয় যাত্রীদেরকে, নেওয়া হয় ছিটের ভাড়া। সিন্ডিকেটের মাধ্যমে ভালো মানের বাস আসতে বাধা প্রদান করে। বিনিময় বাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও তাদের কোন পত্রিকার না পেয়ে। মধুপুর আনারস চত্বরে সমাবেশ করেন ছাত্র জনতা। সংশোধন না হওয়া পর্যন্ত নিষিদ্ধের দাবি জানান। ১৯ শে নভেম্বর ২০২৪ ইং তারিখ হতে বিনিময় বাস মধুপুর হয়ে যাতায়াত করতে দেখা যায়নি। বিভিন্ন বাসের যাতায়াত করছে সাধারণ মানুষ। হচ্ছে না তেমন কোন অসুবিধা। মধুপুরবাসীর আসা বিনিময় বাস সার্ভিস বন্ধ হয়ে গেলে।আসতে পারে ভালো মানের বাস।নিশ্চিত হবে নিরাপদ যাতায়াত ব্যবস্থা।