1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘটনাটা ঘটেছিল সেদিন কি আমার সাথে ? রাত বাজে ২:১৮ এম হতাশ হই পরছিলাম আমি আমার বন্ধু

মোঃ রাকিব হাসান
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আমি মোঃ রাকিব হাসান আজকে হঠাৎ করে আমি ও আমার এক বন্ধু মোঃ দেলোয়ার হোসেন সাঈদী মিলে পঞ্চগড় উদ্যেশে রওনা হই , সময় পাড়ায় ১২টা বাজবে, সব মিলে আমাদের ভালোই কাটলো পঞ্চগড় এ, দুই বন্ধু মিলে আমরা পঞ্চগড় নূর জাহান হোটেল ২ তে আমরা হাপ করে বিরিয়ানী খাই খাওয়ার পর পঞ্চগড় এর বন্ধু মোঃ আহসান হাবীব মামুন কে ফোন দি বন্ধু তুমি কোথায় বলে আমি তো বাসায় আমি বলাম আমি তো নূর জাহান হোটেল ২ এ আয় দেখা করি , এই বলে আমি ওকে বলা। তুই সিনেমা হলের সামনে আয়, পরে বলো আচ্ছা যাচ্ছি, এই বলে তার আর কেনো খবর পাইলাম না , অনেক খুন পর আমক ফোন দিয়ে বলো কোথায় তুই আমি বোলাম তোকে যেইখানে আস্তে বলছি ওই খানে আছি , বলো আচ্ছা যাচ্ছি, তাও আর কেনো খবর পাইলাম না পরে আমর দুই বন্ধু মিলে হাঁটতে শুরু করলাম পরে সে আসলো , তার সাথে কথা বলাম চা খাইলাম আড্ডা দিলাম , পরে আবার ও বাসার উদ্যেশে এ রওনা হইলাম পরে চলে আসলাম পঞ্চগড় হুদা পেট্রোল পাম্পে এর সামনে গাড়িতে দেকলাম পেট্রোল শেষ তাই তাই আবার পেট্রোল নিলাম আবার গোন্তবর জন্য রওনা হইলাম, হওয়ার পর কোনো রকম করে জগদল বাজার চাইর মাইল এর সামনে আমরা বুজতে পারলাম আর যাইতে পারবো না তাই বাইক থাকে নাবে পড়লাম দুই বন্ধু , পরে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা জগদল বাজার আসলাম আসে শুরু করলাম গ্যারেজ খুজা খুঁজি পাইলাম না এক দোকান এর ভাইয়কে এই নাম্বারে +৮৮ ০১৭৫০৭৬৭৬৫১ফোন করলাম ,২:০৬এম এ ধরলো বোলাম ভাইয়া কোথায় বাসায় আছেন নাকি দোকান এ বলো ভাইয়া আমি তো দোকান ও পরে বোলাম আমার টায়ার লিক হইছে সারায়তে হবে , তার্থনিক বলে উঠলো আমি তো বাসায় কিচ্ছু বলম না আর ,ওই খানে থেকে মন খারাপ করে দুই বন্ধু আবার হাঁটা শুরু করলাম ,

  • বাইকে নিয়ে ঘটনা :

হঠাৎ করে আমদের বাইক এর পিছনের টায়ার লিক হয়, হওয়ার পর দুই বন্ধু মিলে অঙ্ক চিন্তিত কি করব এখন কি ভাবে যাব বাসায় ,অঙ্ক খুন টেনশন করার পর হাঁটা শুরু করলাম দুই বন্ধু মিলে বাইক নিয়ে, হাঁটতে হাঁটতে চলে আসলাম জগদল বাজার আসে বাজার আর নাইট গার্ড এর সাথে পাড়ায় ১৫ মিনিট কাটলাম আর এই ১৫ এ আমি আমার এক বন্ধু হাসান কে ফোন দিলাম বলা বন্ধু আমরা তো চাইর মাইল এ আটক পরে গেছি , বলে উঠলো কি হইছে আমি বলাম পিছনের টায়ার লিক হইছে কেনো দোকান খোলা নাই একটু তোর গাড়িটা নিয়ে আগেয় আয় না আমরা মিলে যায় বালো দোকান এ আছি দোকান অফ করব তার পর যাইতে পড়ি শিথিল কে নিয়ে আমি বল্লাম আয় , তখন বলো আচ্ছা , আমি ওয়েট করতে ছি আসলো না পরে আবার কল করলাম কোথায় রে বলে আমি তো বাস স্টান্ট এ আমি বল্লাম আয়না খুব কস্ট হচ্ছে হাঁটতে বলে আমি একাই কেমনে যাব এত ফাঁকা রাস্তা , এই শুনে আবার ও মন খারাপ হই গেলো , মন খারাপ করে কল কাটে দিয়ে হাঁটা শুরু করলাম দুই বন্ধুর এই ভীষণ মন খারাপ একটা বিপদ এ পড়লাম বন্ধু আমার আসলনা , এই ভাবতে ছি আর মন খারাপ করতে ছি গাড়ি আর পাইলাম না আবার ও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আবার আসলাম বোড বাজার আসার পর দেকলাম সব দোকান অফ , আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আবার ও এক ভয়ঙ্কর রাস্তা পর করে দশমাইল বাজার আসলাম আসার পর ১ মিনিট রেস্ট করলাম করার পর অঙ্ক রায়ডার ভাই কে শিকনাল দিলাম কে গাড়ি স্টিপ করলো না , সাথে টেরাক,বাইক, টেরক্তর,মাইক্রো ,পিকাপভেন , কাভাট ভেন কেউ বেরেক করলো না,আবার ও মন খারাপ করে হাঁটা শুরু করলাম করে বাসায় আসে ভাবলাম যে এই দিনে কে কারো না, তাই আমি বলতে চায় আপনার সবাই মানুষ এর পিছনে দাড়ান রাস্তায় দেখুন করো কেনো সমর্ষা নাকি , মানুষকে টাকা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে উপকার না করতে পারলে একটু বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন ,জানিনা সবাইকে কেমন লাগবে কিন্তু এটা আমর সাথে ঘটে যাওয়া এক কাহিনী , এটা আমর সাথে না হয়ও আপনার সাথেও হতে পারত , তাই সবার বিপদ এ পাশে দাড়ার মতন শক্তি রাখুন দেখবেন সে আপনাকে দেখে ঠিক সান্তনা নিবে , আল্লাহ্ হাফেজ সবাই ভালো থাকবেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট