1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রিয় মায়াবতী হৃদয়ের দূরত্ব আর নৈকট্যের প্রতিচ্ছবি

ইব্রাহিম মাহমুদ (ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ)
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

ইব্রাহিম মাহমুদ (ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ)

মানুষের জীবনে সম্পর্কগুলো হাজার রকমের হলেও কিছু সম্পর্ক থাকে—যা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। তেমনই এক অনুভবের নাম মায়াবতী—সে আমার জীবনে শুধু একটি নাম নয়, এক অবিচ্ছেদ্য অস্তিত্ব।
তাকে আমি চোখে দেখি না, কিন্তু সে বাস করে আমার হৃদয়ের বাঁ পাশে, প্রতিটি নিঃশ্বাসে।

প্রতিদিনের এই ব্যস্ত জীবনে হাজারো মুখ আসে আর যায়। তবুও একটি মুখ এমন থাকে, যাকে চাওয়া যায় সমস্ত কিছুর ঊর্ধ্বে, যার উপস্থিতি একান্ত, গভীর, এবং সত্য। আমি চাই না শত মানুষের ভালোবাসা কিংবা বাহুল্যপূর্ণ প্রশংসা। আমি শুধু চাই সেই একজন—মায়াবতী, যার হৃদয়জুড়ে শুধুই আমি থাকব, যিনি হারিয়ে গেলে পাগলের মতো আমায় খুঁজবেন, ভুলে যাবেন নিজের চোখের জলও।

আজকের দিনে ভালোবাসা যেন খুব সহজলভ্য, কথার ফুলঝুরি আর বাহারি উপহারে মোড়ানো। কিন্তু আমি চাই না কথার বাড়াবাড়ি কিংবা বাহ্যিক প্রদর্শন। আমি চাই একটিমাত্র শুদ্ধ, গভীর, মমতাময় বন্ধন—যেখানে ভালোবাসা থাকবে নিঃস্বার্থ, যেখানে বিশ্বাস হবে দূরত্বকে অতিক্রম করে টিকে থাকার একমাত্র অবলম্বন।

আমার চাওয়ার তালিকাও খুব সাধারণ—শুধু একজন, যে আমার হাসিতে হাসবে, আমার কান্নায় কাঁদবে, এবং আমাকে আগলে রাখবে তার মনের কোণে, পরম যত্নে।

প্রিয় মায়াবতী, তুমি জানো তো, তুমি কেবল একজন মানুষ নও; তুমি আমার অনুভব, আমার প্রার্থনা, আমার একান্ত চাওয়া।
তুমি যে আমার, একান্তই আমার—এই অনুভবেই আমি বাঁচি প্রতিদিন।
জানিনা কবে তুমি এসে বসবে আমার পাশে,
হাতে রাখবে হাত, বলবে—”আমি এসেছি, শুধু তোমার জন্য।”

সেই প্রতীক্ষাতেই আমি লিখে চলেছি হৃদয়ের প্রতিটি কথা, প্রতিটি স্বপ্ন—শুধু তোমার জন্য, প্রিয় মায়াবতী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট