বিউটি ভূঁইয়া ( লালমোহন স্থানীয় প্রতিনিধি): ভোলার লালমোহন বাসি বড় পীর আলহাজ্ব হজরত মাওলানা হাসনাঈন আহম্মেদ সিদ্দিকী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।ইন্না-লিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন। লালমোহনে পীর সাহেবেন একাধিক দরগাহ রয়েছে। জৈনপুরী পীর সাহেবকে এঅঞ্চলে মানুষ অত্যান্ত শ্রদ্ধা সম্মান ও ভক্তি করতেন।জৈনপুরী পীর সাহেব প্রায় লালমোহন আসতো,তার আসা উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হতো।সাধারণ মানুষ ছুটে যেত তাকে দেখার জন্য কিন্তু তিনি আজ আল্লাহর ডাকে চলেগেলেন না পেরার দেশে আর কখনো আসবেন না আমাদের মাঝে। সবাই দোয়া করে মহান আল্লাহর দরবারে পীর সাহেবকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমিন।