মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধ মধুপুর) আজ ২৯শে নভেম্বর ২০২৪ ইং রোজ ( শুক্রবার)
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি মধুপুর উপজেলা আওতাধীন ৩নং বেরিবাইদ১৫ইং ডিসেম্বরের জনসভার পূর্ব প্রস্তুতি মিটিং আয়োজন করেন,৩নং বেরিবাইদ কৃষক দল।
উক্তপ্রস্তুতি মিটিংয়ে প্রধান বক্তব্য রাখেন হাবিবুর রহমান ৩নং ওয়াড বেরিবাইদ কৃষক দল সদস্য সচিব, বক্তব্য তিনি জানান যে ১৫ ই ডিসেম্বরের প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে সেই হিসেবে সকলকেই উক্ত জনসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। অক্ত মিটিংয়ে উপস্থিত থাকবেন ফকির মাহবুব আলম স্বপন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি সদস্য
তিনি আরো বলেন ২৪ টি বছর আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর হাতে বেরিবাইদ অনেক উন্নয়ন হয়েছে। প্রস্তুতি মিটিংয়ে আরো অনেকেই বক্তব্য রাখেন । আরো বিস্তারিত জানতে পরবর্তী নিউজ।