আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) গতকাল শুক্রবার, ২৯ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর চট্টগ্রাম বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নয়নের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব আমিনুর রশীদ শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আহসান উল্লা, কবি এবিএম সোহেল রশীদ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম। জাসাস চট্টগ্রাম বিভাগের এই কর্মী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস এর কেন্দ্রীয় নেত্রী নাঈমা সুলতানা, চট্টগ্রাম মহানগর জাসাস এর আহবায়ক এম এ মুছা বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর আহবায়ক সাইফুল ইসলামসহ নোয়াখালী, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ চট্টগ্রাম বিভাগের জাসাস নেতৃবৃন্দ।