মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) ভারতের আগরতলায় বাংলাদেশী উপ হাই-কমিশনে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে হাটহাজারী পৌরসভার ডাকবাংলো চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দিল্লির আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও; দূতাবাসে হামলা কেন, দিল্লি তুই জবাব দে; তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ; ক্ষমতা না জনতা, জনতা জনতা; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মাওলানা মো.আসাদ উল্লাহ, মো.আমান উল্লাহ, মো. ইব্রাহীম প্রমূখ। সমাবেশে বক্তারা “আমাদের বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে ভারতের নাক গলানোর তীব্র নিন্দা জানান। ভারত আজ জঘন্য অপরাধ করেছ । অন্য কোন দেশের দূতাবাসে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না সেখানে এই উগ্র বিজেপি সরকারের নেতাকর্মীরা আজ বাংলাদেশী দুতাবাসে হামলা করেছে। ইসকনের এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা, আরএসএস-এর সন্ত্রাসীরা দূতাবাসে হামলা করে প্রমাণ করে দিল যে তারা অসভ্য জাতি।”
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাটহাজারীর ছাত্র প্রতিনিধি মাওলানা মো.আসাদ উল্লাহ, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আমান, মো. জিয়াউল হক, এইচ এম শহিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডাক বাংলো চত্তর থেকে শুরু হয়ে পৌরসভার বাস স্টেশন, কলেজগেট হয়ে কাচারি সড়ক পদক্ষিন করে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।