মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) : ভোলা চরফ্যাশন উপজেলায় কৃষি প্রণোদনা ২০২৪/২৫ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ – ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জান পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, খাদ্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত উল্যাহ প্রমুখ। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানা উল্যাহ আজমের সঞ্চালনায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করেন।