ডেস্ক নিউজ: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। বুধবার বিকেলে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, সরকারি ও আধাসরকারি সকল পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হবে এবং প্রতিবন্ধীদের জন্য এটি ফ্রি থাকবে। বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা ক্ষেত্রেও আবেদন ফি ২০০ টাকার বেশি নেয়া যাবে না। আগামী ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।
এছাড়া, বিসিএস মৌখিক পরীক্ষায় নম্বরের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। বর্তমানে, বিসিএস আবেদন ফি ৭০০ টাকা নির্ধারিত ছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০০ টাকায় সীমিত করা হয়েছে। চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এই উদ্যোগের কথা জানিয়েছিলেন।