মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি ৩২ লক্ষ টাকা ভরি স্বর্ণালংকার লুট।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এক দল ডাকাত সদস্য একটি বসত বাড়ির গ্রিল কেটে ৩২ লাখ টাকা ২৫ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর পুলিশ ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, আনুমানিক রাত ২টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার দেওয়ান মঞ্জুরুল ইসলাম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্ধর্ষ ডাকাত দল প্রথমে বাড়ির পেছনের বাউন্ডারির কাটা তার কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর প্রধান গেট ও গেটের তালা ভাঙতে ব্যর্থ হয়।
পরে বাড়ির পিছনে গিয়ে মই দিয়ে দ্বিতীয় তলায় উঠে বারান্দার গ্রিলের রড কেটে ঘরে প্রবেশ করে।
ডাকাত সদস্য বাড়ির মালিক সোহাগের হাত-পা বেঁধে ফ্লোরে ফেলে বাড়ির অন্যান্য সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তার ঘরে থাকা ৩২ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ডাকাত দল পালিয়ে যাওয়া পরেই,
ভুক্তভোগী সোহাগ দেওয়ান জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আইনি সহায়তা চান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক দেওয়ান মঞ্জুরুল ইসলাম সোহাগের, আমার ব্যবসায়িক প্রয়োজনে ৩২ লাখ টাকা বাসায় এনেছিলাম। ডাকাতরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
উক্ত কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ যুবায়ের বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনার তদন্ত চলছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।