মো. জুয়েল খান( স্টাফ রিপোর্টার গাজীপুর) গাজীপুরের জয়দেবপুর থানার ডগরী মৌজা বিগত জে এল নং ৬ সি এস খতিয়ান নং ২৫ এস এ খতিয়ান নং ৮০ আর এস খতিয়ান নং ১৩৭ যাহার সি এস ও এস এ দাগ নং ৯০৮ আর এস দাগ নং ৩০৪৪ জমির পরিমাণ এক একর ৬২:শতাংশ ইহার কাতে ৪. ৩৭৫ শতাংশ জমি সাফ কবলা দলিল নং ৭৫১৩ ক্রয় সূত্র জমির মালিক তাহমিনা উক্ত জমির খাজনা খারিস পরিশোধ করে দীর্ঘ পনের বছর যাবত তাহমিনা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে।
তাহমিনা তার বক্তব্যে বলে. আমার জমি সংলগ্ন স্থায়ী বাসিন্দা আব্দুল হাদি. পিতা মৃত খলিলুর রহমান . মোঃ হাকিম. পিতা মৃত খলিলুর রহমান . মোঃ আতিক. পিতা আঃ হাদি. মোঃ শাকিব এরা আমার জমি জবর দখলের চেষ্টা করে তাহমিনা বলে আমি যদি আমার জমিতে ভোগ দখল থাকি আমাকে ও আমার পরিবারের সবাইকে মারধর ও গুম খুনের হুমকি প্রদান করে এবং আমার জমিতে থাকা গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। স্থানীয় কিছু লোকের সাক্ষাৎকারে বলে হাদি ও আতিক সহ একটি চক্র মানুষের জমি জবর দখল ও বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত । তাদের ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলেনা । বিভিন্ন সময় সাধারণ মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে লুটপাট ও চাঁদাবাজি করে। তাই ভূমি দস্যু ও চাঁদাবাজ থেকে মুক্তি চায় তাহমিনা ও এলাকাবাসী।
এ ব্যাপারে তাহমিনার মা নাছিমা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ করে. এবং তাহমিনা বাদী হয়ে বিজ্ঞ সরকারী জজ আদালত ১ ম. গাজীপুর কোর্টে একটি মামলা দায়ের করে. মামালা নং ৫০২/ ২০২৪