ডেস্ক নিউজ: বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয় নাগরিকদের ভিসা প্রক্রিয়া সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একটি গোপন দাপ্তরিক নির্দেশনার মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর হয়।
এর আগে, ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর বাংলাদেশ সরকার সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে। এতে ত্রিপুরায় ভারতীয়দের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে দিল্লি ও আসাম মিশনের ক্ষেত্রে এখনো এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে দিল্লি ও আসাম মিশনের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গত বুধবার (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। তারা বৃহস্পতিবারই ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
ত্রিপুরার ঘটনা নিয়ে পরিস্থিতি আরও জটিল হয় চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর। এই গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। পাশাপাশি, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।