1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভাণ্ডারিয়ায় ভুয়া RAB পরিচয়ে DB পুলিয়ের হাতে আটক ৩

জে.এম. ইমরান হোসাইন শান্ত (ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

জে.এম. ইমরান হোসাইন শান্ত (ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি) পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর ইয়াছিন আলম চৌধুরী এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভাধীন ০৩ নং ওয়ার্ড, টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ী), জনৈক ওবায়দুল কবিরাজ (৭৫), পিতা-মৃত কাদের কবিরাজ এর বসতবাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আন্তঃ জেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য ১। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দীন খান রবিউল (৪০),পিতা মোঃ হাসান আলী খান মাতা সায়েরা খাতুন, সাং-কুসুমদিয়া, ইউপি-সাজাইল, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, ২। মোঃ শেখ ফরিদ (৩২), বিপি-৯২১১১৪৮১৮৮ (সাময়িক বরখাস্ত) চাকুরিচ্যুত, সিআইডি, যানবাহন শাখা,মালিবাগ, পল্টন, ঢাকা, পিতা- জালাল উদ্দীন, মাতা-ফরিদা বেগম, সাং-খুনুয়া চরপাড়া, ইউপি-কামারিয়া,থানা ও জেলা-শেরপুর, ৩। মোঃ সিপন আলী সোহেল (৩৫) (ড্রাইভার),পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং- মিয়া সুন্দরপুর, ইউপি- এস.বি.কে (খালিশপুর), থানা-মহেশপুর, জেলা ঝিনাইদহ’দেরকে গ্রেফতার করেন। আসামী ৪। অলি পঞ্চায়েত (৪৫), পিতা- তোফাজ্জল পঞ্চায়েত , সাং-চালিতাবুনিয়া, ০৬ নং ওয়ার্ড, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, ৫।শরীফ, পিতা-অজ্ঞাত, ঠিকানা- অজ্ঞাত, ৬। কবির, পিতা- অজ্ঞাত, ঠিকানা – অজ্ঞাতসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন ঘটনাস্থল থেকে পালাইয়া যাইতে সক্ষম হয়। ডিবি পুলিশ গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে ১। ০১ (এক) টি পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল যাহার গায়ে ইংরেজিতে CZ 83 CAL.7.65BROWNING MADE IN CHINA লেখা আছে, ২। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ২ (দুই) জোড়া হাতকড়া, ৩। ২ (দুই) টি ওয়াকিটকি, ৪। র্্যাবের জ্যাকেট ৪ (চার) টি, ৫। ব্যাটেল স্টিক-২ (দুই) টি, ৬। নেভি-ব্লু রংয়ের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড়, ৫ (পাঁচ) টি, ৭।গাড়ীর নম্বর প্লেট-২ (দুই) টি (ঢাকা মেট্রো-চ-১২-৪৫৮৫), ৮। পুলিশের ট্রাউজার -১ (এক) টি, ৯। কালো রংয়ের বাটা ব্রান্ডের অক্রফোর্ট স্য-১ (এক) জোড়া, ১০। র্্যাব লেখা আইডি কার্ড-১ (এক) টি, ১১। একটি হালকা ধূসর রংয়ের কলেজ ব্যাগ, ১২। সাদা রংয়ের টয়োটা ব্রান্ডের একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পাইয়া উদ্ধারপূর্বক জব্দ করেন।সকল আসামীরা ভাণ্ডারিয়া থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটিত করার মাস্টারমাইন্ড ও চিহ্নিত ডাকাত দলনেতা পলাতক ৪ নং আসামী অলি পঞ্চায়েত (৪৫) এর আহবানে ভাণ্ডারিয়া’সহ পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্য যান বলিয়া জানান। গ্রেফতারকৃত আসামীদেরকে জব্দকৃত আলামত হাতকড়া, ওয়াকিটকি, র্্যারের কটি, ব্যাটেল স্টিল, পুলিশের ট্রাউজার, র্্যার লেখা আইডি কার্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন যৌত্তিক জবাব প্রদান করিতে পারে নাই। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার মামলা নং-০৪,তারিখ -০৮/১২/২৪ খ্রি, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট