মো: তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি ) কুমিল্লা জেলার, হোমনা থানার কাশিপুর গ্রামে মোফাজ্জলের গ্যারেজে ডাকাতি রত অবস্থায় ১ জন ডাকাত কে গ্যারেজ মালিকের ভাই জুয়েল কৌশলে ধরে ফেলে। তিনি জানান আমি গ্যারেজের পাশের রুমে থাকি, গ্যারেজের ভিতর শব্দ শুনে বাহিরে গিয়ে পিক আপে ভ্যানের চাবি নিয়ে পাশের বাড়িতে ফেলে ডাকাডাকি শুরু করে, এবং এক পর্যায়ে ডাকাতের সাথে ধস্তাদস্তি হয় এবং জুয়েল কে কামর দেয়, এবং দৌড় দিয়ে পালাতে চেষ্টা করে দুইজন ডাকাত পালাতে সক্ষম হলেও ১ জন কে দৌড়ে ধরে ফেলে গ্রামের মানুষ। জানা যায় গ্যারেজে থাকা লোহা সব গাড়িতে তুলে ফেলে এবং ১ লক্ষ ৬০ হাজার টাকা ডাকাত দলের সদস্যারা নিয়ে পালিয়ে যায়।
পররবর্তীতে হোমনা থানার পুলিশের কাছে পিক আপ ভ্যানসহ ডাকাত সদস্যাকে হস্তান্তর করা হয়।