সাহিদুল ইসলাম( স্টাফ রিপোর্ট): রবীন্দ্রসংগীতের অন্যতম বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ১২ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার স্বামী সারওয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াতের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে এবং পরদিন জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিজ্ঞান পড়াশোনা শেষে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি অর্জন করেন। তার সংগীত শিক্ষা শুরু হয়েছিল ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে, পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতের আরও গভীর দীক্ষা নেন।