মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ আইচা বাজারে দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপ ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫০ জন নেতা কর্মী আহত হন।স্থানীয়রা জানান,মোঙ্গল বার রাত ৯টায় দক্ষিণ আইচা বাজারে দু’গ্রুপের পাল্টাপাল্টি মিছিল চলাকালীন ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ ঘটে। কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান একটি প্রতিবাদ সভা ও মিছিল বের করেন। এসময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের অনুসারী কিছু নেতাকর্মীরা পাল্টা একটি মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় আলম অনুসারী নয়ন অনুসারী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।