মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি): অদ্য-রোজ সোমবার১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনারে, বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, মোঃইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল মোঃ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তি বর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীগণ।