সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): মনঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতি করতে আসা তিনজন ডাকাত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আত্মসমর্পণ করেছে। দুপুর ২টার দিকে ব্যাংকে হামলা চালানোর পর বিকেল ৫টার দিকে যৌথ বাহিনীর কাছে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে।
ডাকাতরা আত্মসমর্পণের সময় ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
র্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাতরা আত্মসমর্পণ করেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, এবং ব্যাংকের কোনো অর্থও লুট হয়নি।
র্যাব জানায়, ব্যাংকের ভেতরে থাকা ৩ জন ডাকাতই মূল অভিযানে অংশ নেয়। তবে তাদের বাহিরে আরও সহযোগী থাকতে পারে। আটককৃতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় ডাকাতরা প্রবেশ করলে নিচতলার ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। এরপর র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে ফেলে। এ সময় আশপাশে উৎসুক জনতা ভিড় জমায়।