1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রৌমারীতে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ২০২৪ সফলভাবে সম্পন্ন

আকাশ খান (রৌমারী উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আকাশ খান (রৌমারী উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শিবিরটি আয়োজন করা হয় রৌমারী উপজেলার স্থানীয় মিলনায়তনে, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, এবং বিভিন্ন স্তরের জামায়াতের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ হায়দার আলী।
এবং প্রোগ্রামে আদর্শ চরিত্র গঠনের মৌলিক বিষয় উপাদানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, রৌমারী উপজেলা শাখা, মোঃ আশিকুর রহমান।
উক্ত শিবিরে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
1. কর্মীদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য ইসলামী চেতনা বিষয়ক আলোচনা।
2. নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন।
3. সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা।
4. কর্মী ও নেতাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুসংহত করার আহ্বান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠা ও জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “বর্তমান সময়ে ইসলামিক শিক্ষা ও মূল্যবোধ সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি কর্মী যদি নিজেদের দক্ষতা বাড়িয়ে সঠিকভাবে সমাজে ভূমিকা পালন করে, তাহলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে সক্ষম হব।”

উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের প্রতি সহযোগিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। শিবিরটি ইসলামি চেতনার আলোকে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে শেষ হয়।

শিবির শেষে দোয়ার মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ইসলামি আন্দোলনের সফলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট