হারুন আহমেদ (গোয়াইনঘাট প্রতিনিধি,সিলেট):: শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গোয়াইনঘাট ছাত্র পরিষদ কার্যনির্বাহী কমিটির সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে।
সংগঠনের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় সভা পরিচালিত হয়।
সভায় বিজয় দিবসের আলোচনা করা হয় এবং ১৯৭১ ও জুলাই ২০২৪ এ সকল শহীদের রূহের মাগফিরাত এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।
আলোচনার সাপেক্ষে গোয়াইনঘাট তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আগামী মাসে মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরবর্তীতে করণীয় শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন রব্বানি, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, প্রদীপ দাস, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম আহমদ, মিসবাহ আল মামুন, রুবেল আহমদ রাহী, জুবায়ের আহমদ, শাফায়াত জামিল, মামুনুর রশীদ, রাকিব হোসেন, ময়নুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সদস্য হোসাইন আহমদ, আমিনুল হক আরিফ।
আরো উপস্থিত ছিলেন আকিব, শফি, সুজন, হুমায়ুন, লুৎফুর, শাহিদুল, আফজল, জাহেদ, নিধু, ইমন, মারুফ প্রমুখ।
সদস্য রাজু আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।