মোঃ আমানুল্লাহ খন্দকার( সদর উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাঁটাখালি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২১ সালের আগস্টে শুরু হওয়া প্রকল্পের কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে ব্রিজটি নির্মাণ করতে ব্যর্থ হওয়ায় এরই মধ্যে প্রকল্পের টাকা ফেরত গেছে। ঠিকাদারকে দিতে হয়েছে জরিমানা। ঠিকাদারসহ নির্মাণকাজে নিয়োজিত লোকজন এখন পলাতক। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত ২০ গ্রামের মানুষ। তারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান মইনউদ্দিন (বাশি) লিমিটেড ৪৬ লাখ টাকা জরিমানা দিয়েছে। তবে এই কাজটি শেষ করতে রাজস্ব খাতে চাহিদা দিয়েছি। বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে। তবে কত দিনে এই বরাদ্দ আসবে তা সঠিক বলতে পারছি না। ২০২৬ সালেও শেষ হবে কিনা তা নিয়েও তিনি শঙ্কায় আছে এলাকার মানুষ।