শেখ মোঃ তাওহিদ ইসলাম, নেছারাবাদ উপজেলা প্রতিনিধি: অদ্য সকাল ১০ ঘটিকায় নেছারাবাদ উপজেলা অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।”খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি জীবনের পাঠশালা।”এই স্লোগান নিয়ে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুরু হয় সরকারি স্বরূপকাঠি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও আরামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলা।
উক্ত উদ্বোধনী খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মনির সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক মেয়র জনাব মোঃ ফরিদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন সরকারি স্বরূপকাঠি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নেছারাবাদ উপজেলা অন্তর্গত অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক এবং উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মনির সাহেব। তিনি বলেন, আমাদের এই টুর্নামেন্ট সুন্দর ভাবে সম্পন্ন করতে দূর থেকে এই খেলা পরিচালনা কমিটি তথা আম্পায়ার আনা হয়েছে। স্থানীয় অনেক গুনী আম্পায়ার থাকা সত্ত্বেও আমরা দূর থেকে এদেরকে এনেছি যাতে করে স্বজন প্রীতি অথবা অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমাদের এই টুর্নামেন্ট সুন্দর ভাবে পরিচালনা করতে সবার সাহায্য কামনা করেন তিনি।
তার উদ্বোধনী বক্তৃতার পরপরই বেলা ১১ ঘটিকায় শুরু হয় প্রথম ম্যাচ।
আগামী ১০ দিনের মধ্যেই সম্পন্ন হবে উক্ত টুর্নামেন্ট। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা সমাপ্ত ঘোষণা করেন আরামকাঠি মাঝি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুল ইসলাম।