আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): আজ সোমবার, ৩০ ডিসেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাটে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহবান জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার ভার ন্যস্ত করার আহবান জানান। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিন্নরূপে খেলাধুলা করে লাভ নেই, দেশে আর কোন স্বৈরশাসক আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া এবং নির্বাচিত সংসদই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দীনের সভাপতিত্বে ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম সম্রাট ও আজম খানের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটনসহ নগরীর থানা ও ওয়ার্ডের বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা।