সিয়াম খান, শার্শা উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী জনগণের সমর্থন অনুযায়ী নেতা নির্বাচিত হয় শার্শা উপজেলার অন্তর্গত ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। গত ৩১ডিসেম্বর ২০২৪ তারিখে ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে তৃনমুল পর্যায়ে নেতৃবৃন্দরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কে ভোট দিয়ে জয়যুক্ত করেন। উক্ত ভোটে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন রবিউল ইসলাম রবি।
আজ সন্ধ্যা ৭ টার সময় নবনির্বাচিত বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাহাদুরপুর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ শাহ বিপুল, তানভীর আহমেদ রিয়াদ,আল আমিন হোসেন,হুমায়ন আহম্মেদ, সিয়াম খান,সুজন হোসেন,কাওসার আহম্মেদ, মোহাম্মদ শামিম,হাবিব আহম্মেদ, বোরহান উদ্দিন সহ ছাত্রদলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
ছাত্রদলের সকলের উদ্দেশ্যে করে নবনির্বাচিত সভাপতি সাহেব আলী মাস্টার বলেন, ছাত্রদল করতে হলে অবশ্যই পড়ালেখা করতে হবে। ছাত্রদলের সর্বপ্রথম লক্ষ্য থাকতে হবে পড়াশোনা। আর সবসময় তোমরা ন্যায়ের পথে চলবা, কোন প্রকার দুর্নীতি করা যাবে না, তোমারাই আগামীতে নেতৃত্বে থাকবা। তাই ইউনিয়ন গোছানো ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তোমাদের।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ছাত্রদলের রাজনীতি সবচেয়ে সুশৃঙ্খল। তোমরা তোমাদের লক্ষ্য ঠিক রেখে চলো বিজয় তোমাদেরই হবে।