মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায়
৮ জানুয়ারি বুধবার সকালে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ সময় ডাকাত দলের সাথে থাকা আরো তিন ডাকাত ঘটনাস্থলে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আটককৃত ব্যক্তি হলেন, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার উমর আলী সাগর (৩৮)। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। নেত্রকেনা সহ বিভিন্ন জেলা ও শহরে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বুধবার সকালে আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায়।
চার ডাকাতসহ একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী তাদের আটক করে ।
এসময় একজনকে আটক করলেও অপর সহযোগী তিন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত ও পিকআপ ভ্যান উদ্ধার করে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, একজন ডাকাত সহ ডাকাতের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার বাকি সদস্যদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন ।