মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর পত্নীতলায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মাহিন উপজেলার ঘোষনগর ইউনিয়নের চকখান্দই গ্রামের সানোয়ারের ছেলে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শিশু মাহিন তার দাদুর সাথে খিরশীন বাজারে আসলে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছীর দিক থেকে আসা বেপরোয়া দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে শিশুটির শরীর চাকার তলায় পিষ্ট হয়ে যায়। এতে তার মাথা ফেটে মগজ ছিটকে বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিন।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে দাফনের জন্যে হস্তান্তর করা হয়েছে।