সেলিম হোসেন মায়া ( খাগড়াছড়ি) :
পিলখানা হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের বিচার ও অন্যায়ভাবে সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি বিডিআর কল্যাণ পরিষদের ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল বের করে।
রবিবার (১২ জানুয়ারি) দুপুর এর সময় খাগড়াছড়ির শাপলাচত্বরে সমন্বয়ক সিপাহি নজরুল ইসলাম এর সঞ্চালনায় হাবিলদার আবুল হোসেন, হাবিলদার তাহের দাবি গুলো উপস্থাপন করেন।
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকান্ডের বিচার চেয়ে চাকুরীচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে এবং স্বাধীন, নিরপেক্ষ তদন্ত কমিশন পুনর্গঠনের জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন দাবী সমূহ ১৮ কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী, এই দাবী সর্বস্তরের ছাত্র জনতার দাবী। আমরা ক্ষতিগ্রস্থ বিডিআর এদেশেরই সন্তান এদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে প্রহয়ারত ছিলাম। মহান মুক্তিযুদ্ধে আমাদের ২ জন বীর শ্রেষ্ঠ সহ অসংখ্য বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক রয়েছেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে অনেকেই জীবন দিয়েছেন।
জাতীকে কলঙ্ক মুক্ত করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের এই যৌক্তিক দাবীর সাথে একাত্ততা প্রকাশ করে আমাদেরকে দাবী আদায়ের সহায়তা করুন।