1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অজ্ঞান পার্টির ফাঁদে প্রান গেলো ব্যবসায়ির

আশরাফুল ইসলাম (ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

আশরাফুল ইসলাম (ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শাহজাহান কবির (৫০) নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গতকাল রবিবার দুপুর ৩টার দিকে ময়মনসিংহ ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. অলি উল্লাহ সরকার।

নিহতের শাহজাহানের বাড়ি উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইয়াকুব আলী মাস্টারের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি যেন থামছেই না।

নিহতের ভাতিজা মো. এনামুল হক জানান, আমার চাচা খুব সাদা মনের মানুষ ছিলেন। ব্যবসায়িক কাজে বাসা বের হয়ে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গিয়েছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলী ফকির বলেন, শুনেছি এক লোক টাকা পেত শাহজাহানের কাছে। টাকা নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যায় সে। পরে ঘটনাস্থল লোকজন শাহজাহানের সঙ্গে থাকা মোবাইল থেকে নম্বর নিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। আজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি খুবই দুঃখজনক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন, সেহেতু তারা আইনানুগ ব্যাবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট