মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) গত ২৯/ জানুয়ারী ২০২৫ইং রোজ বুধবার শ্রীমঙ্গল শহর তলী সাতদিঘী রোড হইতে একটি টমটম চুরি করে নিয়ে যাওয়ার সময় আমজনতার আটক করে বলে জানা যায়, জনতার গণ পিটানো তে প্রাথমিক, জিজ্ঞাসা বাদে চুরচক্র বলে,মানুষ মিশুক রিকশা টমটম রেখে, যখন নতুন বাজারে বাজার করতে যায়,তখন ৩থেকে ৪মিনিটের মধ্যে গাড়ি নিয়ে উধাও হয়ে যায়, আর জানা যায়, চুরচক্র(মোঃ জয়নাল মিয়ার কাছে ১০০০০হাজার.২০০০০.বিশ হাজার টাকার বিনিময়ে টমটম মিশুক গুলো বিক্রি করে, শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ আসে বেশ কয়েকটি মিশুক চুরি হয়, গত ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধা৭ ঘটিকায় পুর্ব শ্রীমঙ্গল ৫নং ওয়ার্ড এর-মোঃ সুরুজ মিয়া বললেন, আমার আয়ের উৎস ছিল, গত শুক্রবার আমার মিশুক টি নিয়ে যায় ,কিস্তি থেকে গাড়িটি ক্ষয় করি,শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকার অনেক মানুষ বিপাকে পরেছে, আয়ের উৎস একমাত্র মিশুক রিকশা টমটম হারিয়ে দিশেহারা হয়ে গেছি, আমরা কিস্তির টাকা কি ভাবে পরিশোধ করবো। চুরচক্র. ইছুব-জবানবন্দি দেয়, আমি গাড়ি গুলো চুরি করে নিয়ে, জয়নাল ভাইকে দেই, আমাকে প্রতি গাড়ি বিশ হাজার টাকা দেয়। পরবর্তী চুরের পরিবার কে খবর দেয়, চুরের পরিবার এসে, বিস্তারিত জানার পরে। বলে আমরা সকালে মেম্বার কে নিয়ে মিমাংসা করবো, চুরের পরিবারও আতীয় না আসায়, দুপুর-১২ঘটিকায় শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে, এএসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে, ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে,১ মোঃ ইছুব মিয়া(৪০) সাত গাঁও লাহারপুর-২ মোঃ জয়নাল(৪২) সাং সবুজ, থানা শ্রীমঙ্গল, দুই চোরকে আটক করতে সক্ষম হয়। এবং শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হয়।