মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) পুর্ব শ্রীমঙ্গল৫নং ওয়ার্ড আবাসিক এলাকায় অবস্থিত আলোচিত সাত পীর তথা নূরে দরবারিয়া মাজার শরীফ, দীর্ঘদিন ধরে এ মাজার নিয়ে চলছে আলোচনা সমালোচনা,গত শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫ইং) বিকেলে সরেজমিনে, সংবাদ প্রতিনিধিরা, মাজার পরিদর্শন করলে জানা যায়, আদতে এখানে কোন মাজার ছিল না, মাজারের খাদেম মোঃ মোতাহির স্বপ্ন যুগে এখানে মাজার স্থাপনের ব্যাপারে অবহিত হোন,মাজারের খাদেম মোঃ মোতাহির আলী আরও জানান, তিনি স্বপ্নে যা দেখেছেন, সেই স্বপ্নের ধারাবাহিকতায় ৭জন পীরের মাজার স্থাপন করেন, তবে সেই পীর কারা এ বিষয়ে তিনি কিছুই জানেন না, যখন তিনি জানবেন, সকলের সামনে তুলে ধরবেন, তবে সেখানে কোন মানুষের কবর নাই, স্বপ্নের ধারাবাহিকতায় মাজার শরীফ স্থাপন করেছেন বলে তিনি স্বীকার করেন,