শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
স্বৈরাচার আ.লীগ পুনুরুত্থানের প্রতিবাদে মোংলার উপজেলার চিলা ইউনিয়নে বিক্ষোভ-সমাবেশ
ফকির আমিনুল ইসলাম মিঠু এর নেতৃত্বে,ফ্যাসিস্ট ও গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিবাদে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চিলা ইউনিয়নের বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠন দল।
আওয়ামী লীগকে গনহত্যাকারী ও স্বৈরাচার আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা।
এ সময় বক্তারা বলেন, কোনভাবেই আওয়ামী লীগকে কোন ইস্যুতেই মাঠে নামতে দেয়া হবেনা। তারা দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালালে তা প্রতিহতসহ কঠোর জবাব দেয়া হবে।
শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গণহত্যাকারী দল আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক গুপ্ত কর্মসুচির প্রতিহত করতে হবে।
এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ইস্যুতে প্রশাসনকে সর্তক এবং কঠোর ভূমিকা পালনের আহবাণ জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম মিঠু’ সিনিয়র যুগ্ন আহবায়ক,মংলা উপজেলা যুবদল।
মোক্তার হাওলাদার সাবেক সভাপতি,মংলা উপজেলা কৃষক দল। নাসির হাওলাদার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মংলা উপজেলা যুবদল, সালাম হাওলাদার সাবেক সহ-সভাপতি, চিলা ইউনিয়ন বিএনপি।মারুফ মুছাল্লি সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড। তানজিদুল ইসলাম নয়ন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মংলা উপজেলা ছাত্রদল।আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা।