সোহেল (ফেনী জেলা প্রতিনিধি) জুলাই বিপ্লবের শহীদদের স্বরণে ও তারুণ্য উৎসব উপলক্ষে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ৪ ফেব্রুয়ারী দাগনভূঞা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী- দাগনভূঞা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগর সহ- সেক্রেটারী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিমের সভাপতিত্বে ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন, সাবেক ছাত্র নেতা কাজী জামসেদুর রহমান ফটিক,আবুল কাইয়ুম সোহাগ, জাহিদুল ইসলাম সৈকত, ফারুক আহমেদ সুমন, জামায়াত নেতা নজির আহম্মদ, ফেনী জেলা ছাত্র জোবায়েদ বিন ওবায়েদ, ছাত্র নেতা মোছে উদ্দিন মিরাজ নাহিদুল আবেদীন সৈকত, তানবীর বিন হোসাইন, রবিউল আউয়াল সজীব, ওমাইর হোসেন অন্তু, শাহরিয়ার হোসেন, সালমান শাহরিয়ার , মহিন উদ্দিন, প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কাওয়ালী ব্যান্ড সিল সিলার পরিবেশনা কাওয়ালী শুনেন দাগনভূঞা উপজেলা বাসী।