মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি, বিডি ক্লিন হাতিয়া উপজেলা টিম বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে ভাষা শহীদদের। দ্বীপ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা ভাষা আন্দোলনের বীরদের প্রতি সম্মান জানায়।
ভোরের প্রথম আলো ফুটতেই টিমের সদস্যরা দ্বীপ কলেজ শহীদ মিনারে উপস্থিত হন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত সবাই কালো ব্যাজ ধারণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
এ সময় বিডি ক্লিন হাতিয়া টিমের সমন্বয়কসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আজকের দিনে আমরা শুধু শ্রদ্ধা নিবেদন করতেই আসিনি, বরং শহীদদের আদর্শে দেশকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারও করছি।”
শ্রদ্ধা নিবেদন শেষে বিডি ক্লিন হাতিয়া উপজেলা টিম শহীদ মিনার চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়, যেন তা দৃষ্টিনন্দন থাকে এবং সবার জন্য পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে।
স্থানীয় বাসিন্দারা বিডি ক্লিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শুধু ফুল দিয়েই নয়, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হয় ভালো কাজের মাধ্যমে। বিডি ক্লিন হাতিয়ার সদস্যরা সে দায়িত্ব প্রতিবারের মতোই পালন করেছেন।”
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিডি ক্লিন হাতিয়া উপজেলা টিম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তাদের স্লোগান পুনরায় উচ্চারণ করে – “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”।