মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
টাঙ্গাইল মধুপুরে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার (২৪শে ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় মধুপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর উপজেলার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাঠে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নিতাই চন্দ্র কর। উক্ত মেলার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন সরকার সভাপতি মধুপুর উপজেলা বিএনপি আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শের শাহ্ সহ সিনিয়র নেতৃবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন,
মধুপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র মেলা আহ্বায়ক মাজহারুল ইসলাম।
উদ্বোধনীয় অনুষ্ঠানের সঞ্চালনায় করেন, সাংবাদিক এস এম শহীদ উদ্দিন। মেলার বিভিন্ন পুস্তক প্রকাশক, স্কুল কলেজ ও সংগঠনের ছোট বড় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেন। সময় মেলার স্থল কবি, লেখক সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও সুধীচরণে পদচারণায় মুখরিত হয়ে উঠে।প্রধান অতিথি স্বাগত বক্তব্য রাখেন, তিনি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বইমেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।