খাগড়াছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়িতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্ভাবনী ধারনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে কিশার যুবদের ঐক্যবদ্ধ করেছে৷ পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠেছে। তরুনরা যা করতে পারে তা অন্যরা করতে পারেনা। পরিবর্তনশীল বিশ্বে তরুনরাই বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে পরিবর্তন করতে পারে।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা রিসোর্স ইন্সটাক্টর মোঃ নুরুল করিম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহকারী প্রোগ্রামার বাবলী খীসা,সহকারী কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, থানা উপ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি লোকনাথ চাকমা, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুজ্জামান , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, বৈষম্য বিবোধী ছাত্র নেতা মনির হোসেন, সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন প্রাথমিক – মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।