মোঃহাফিজুর রহমান,উপজেলা প্রতিনিধি মধুপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ি ব্রিজের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত২ও গুরুতর আহত৩ হয়েছেন। টাঙ্গাইল জামালপুর মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী নামক স্থানে বৃহস্পতিবার২৭ (ফেব্রুয়ারী২০২৫) দুপুরে ট্রাক,ভ্যান, অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যাক্তি হলেন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের মৃত শুইখা জোয়ার্দারের ছেলে আব্দুল গফুর (৫৫)। আহতরা হলেন টেংরী এলাকার সোলাইমানের ছেলে রনী ( ২৩) পচিশা এলাকার আন্তাজ আলীর ছেলে জামাল,(২৮) পিরোজপুর এলাকার খোরশেদ আলীর ছেলে রুহুল আমিন (২৩) ইদিলপুর এলাকার সুমী আক্তার(১৮)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।এদের মধ্যে রনী এবং রুহুল আমীন(২৩) এর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাহার নিকট আত্মীয়দের কাছ থেকে জানা যায় পরবর্তীতে ময়মনসিং মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর এলাকা খোরশেদ আলীর ছেলে রুহুল আমিন (২৩)মৃত্যুবরণ করে বলে জানান।